বিগত বছরগুলোর অর্জনের জন্য রিয়াল মাদ্রিদকে সম্মানসূচক শিরোপা বা বেল্ট তুলে দিয়েছে রেসলিং খেলার জনপ্রিয় প্রদর্শনী সংস্থা ডব্লিউডব্লিউই। ডব্লিউডব্লিউইর লিজেন্ড পল মাইকেল লেভেস্কুয়ে বা ট্রিপল এইচ রিয়াল মাদ্রিদের কাছে সম্মানসূচক বেল্ট হস্তান্তর করেন। এর আগে তিনি চেলসি, ম্যানচেস্টার সিটি, সেরেনা উইলিয়ামস, বোকা জুনিয়র্সের মতো বিখ্যাত ক্লাব ও অ্যাথলেটদের কাছে সম্মাননা তুলে দিয়েছিলেন। সোমবার (৩০ জুলাই) রিয়ালের পক্ষ থেকে সম্মানসূচক বেল্ট গ্রহণ করেন দানি কারভাহাল ও লুকাস ভাসকেস। সম্মাননা প্রদানের পর সামাজিক যোগাযোগের মাধ্যমে লস ব্ল্যাংকোসদের অভিনন্দন জানিয়ে ট্রিপল এইচ লিখেছেন, টানা তিনবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতার পর, এখন সময় হয়েছে একজন ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়নের মতো উদযাপন করার! হালা মাদ্রিদ। প্রাক-মৌসুম প্রস্তুতির জন্য বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের মায়ামিতে অবস্থান করছে হুলেন লোপেতেগির দল। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ইন্টারন্যাশনাল কাপে হেরে অবশ্য খুব একটা আনন্দে থাকার কথা না রিয়াল তারকাদের। তবে এরইমাঝে তারা রেসলম্যানিয়ার পর সবচেয়ে বড় ডব্লিউডব্লিউই আসর সামারস্ল্যাম দেখতে প্রস্তুতিতে বিরতিও দিয়েছে। সূত্র: বাংলানিউজ আর/০৭:১৪/০২ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2ODT22q
August 02, 2018 at 03:34PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন