ঢাকা, ২৬ আগস্ট- সোমবার থেকে আসন্ন এশিয়া কাপের জন্য আনুষ্ঠানিক প্রস্ততি শুরু করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কিন্তু তার আগের দিন রোববারে দুপুর গড়িয়ে বিকেল আসতেই স্পন্সরশূন্য হয়ে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চুক্তির মেয়াদ প্রায় এক বছর (১০ মাস) বাকি থাকতেই সরে দাঁড়িয়েছে বিসিবির স্পন্সর রবি। ২০১৫ সালে প্রথম দফায় বিসিবির সাথে চুক্তিবদ্ধ হয়েছিল মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান রবি। দ্বিতীয় দফায় গতবছরের জুলাই মাসে চুক্তির মেয়াদ ২০১৯ সালের জুন পর্যন্ত বাড়িয়ে নেয় তারা। কিন্তু বিসিবির সাথে চুক্তির আনুষঙ্গিক বিষয়াদিতে ঐক্যমতে পৌঁছতে না পারায় চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রবি। বিসিবির সাথে করা চুক্তিতে শুধু বাংলাদেশ ক্রিকেটের পুরুষ দল নয়; নারী দল, এ দল ও অনুর্ধ্ব-১৯ দলের স্পন্সরশীপও নিয়েছিল রবি। দ্বিতীয় দফায় চুক্তি নবায়নের সময়েই নানান নতুন শর্ত দিয়ে বসেছিল মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানটি। যা পূরণ করতে অনীহা প্রকাশ করে বিসিবি। ফলে বিসিবির সাথে করা চুক্তিটি প্রাসঙ্গিকতা হারিয়েছে জানিয়ে চুক্তি বাতিল করে তারা। স্পন্সরশীপের চুক্তি বাতিলের ব্যাপারে বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান রবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে বিসিবির সাথে তাদের চুক্তি বাতিলের বিষয়টি। রবির জেনারেল ম্যানেজার (এক্সটার্নাল) আশিকুর রহমান আজ (রোববার) রাতে জানান, আমরা ঈদের আগেই বিসিবিকে বিষয়টি জানিয়েছি যে আমরা আর চুক্তি এগিয়ে নিতে চাই না। তখনই আমরা বিসিবিকে এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠিও দিয়েছি। এ বিষয়ে বিসিবির অবস্থান কি জানতে চাওয়া হলে আশিক জানান, এখনো পর্যন্ত বিসিবির তরফ থেকে কিছু জানানো হয়নি। তবে আমরা আর চুক্তি রাখছি না। সূত্র: জাগোনিউজ২৪ আর/১০:১৪/২৬ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2BOC2Ed
August 27, 2018 at 04:57AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন