বিশ্বনাথে জাতীয় শোক দিবসে পুষ্পস্তবক অর্পন ও র‌্যালী

39145613_1229472290525766_1702841880166793216_nবিশ্বনাথ প্রতিনিধি:: জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়েই সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদৎ বার্ষিকী পালনের কার্যক্রম শুরু হয়। আজ বুধবার সকাল ১০টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে শোক র‌্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষে হয়।

পুষ্পস্তবক অর্পন ও র‌্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা পিপিএম, ওসি (তদন্ত) দুলাল আকন্দ, বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ওয়াহিদ আলী, ডেপুটি কমান্ডার রণধীর চন্দ্র ধর, উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম তালুকদার, ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা সফিকুল ইসলাম ভূঁইয়া, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী জাহান, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ প্রমুখ।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2MtgEs2

August 15, 2018 at 12:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top