বিশ্বনাথে ৯টি অস্থায়ী পশুর হাটের প্রকাশ্য নিলাম সম্পন্ন

16.08.18বিশ্বনাথ প্রতিনিধি :: ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথ স্থায়ী ৩টি পশুর হাটের সাথে প্রকাশ্যে নিলামের মাধ্যমে আরোও ৯টি হাট বসছে। বৃৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র কার্যালয়ে প্রকাশ্যে নিলাম অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার’র উপস্থিতিতে অনুষ্ঠিত প্রকাশ্যে নিলামে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা, কৃষি কর্মকর্তা রমজান আলী, বিআরডিবি কর্মকর্তা শাহ আলম তালুকদার, ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা সফিকুল ইসলাম ভূঁইয়া।

উপজেলার স্থায়ী পশুর হাটগুলো হল- (১) বিশ্বনাথ পুরাণ বাজার, (২) বৈরাগী বাজার, (৩) পীরের বাজার এবং অস্থায়ী পশুর হাটগুলো হল-(১) লামাকাজী বাজার, (২) মুফতির বাজার, (৩) পনাউল্লাহ বাজার, (৪) রামপাশা নয়া বাজার, (৫) পুরাণ হাবড়া বাজার, (৬) সিংগেরকাছ বাজার, (৭) ধর্মদা মৌজার ধর্মদা-তাতীকোনার ঈদগাহ সংলগ্ন খালি জায়গা, (৮) বাগিচা বাজার ও (৯) কালীগঞ্জ বাজার।

অস্থায়ী ৯টি পশুর হাটের প্রকাশ্যে নিলাম সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ার সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার বলেন, নির্ধারিত ১২টি পশুর হাট (স্থায়ী ও অস্থায়ী) ছাড়া আর কোথাও এবং কোন সড়কের উপর পশুর হাট বসানো যাবে না। আইন অমান্য করলে সাথে সাথে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2wa1zl8

August 16, 2018 at 08:58PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top