বিরাটের একার লড়াই ব্যর্থ, ইংল্যান্ডের কাছে ৩১ রানে হার ভারতের

বার্মিংহাম, ৪ অগাস্টঃ জয়ের হাতছানি পেয়েও ৩১ রানে ইংরেজদের কাছে হারতে হল কোহলি অ্যান্ড কোম্পানিকে। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের ১৯৪ রান তাড়া করতে গিয়ে ১৬২ রানে অলআউট ভারত। ৫ সিরিজের ম্যাচে ০-১ পিছিয়ে ভারত।

গতকাল তৃতীয় দিনের শেষে ভারতীয় দলের রান ছিল ৫ উইকেটে ১১০। বিরাটের সঙ্গে ক্রিজে ছিলেন অভিজ্ঞ দীনেশ কার্তিক(২০)। আজ সকালে ২ রান করার পরেই ফিরে যান কার্তিক। এরপর হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে লড়াই চালাচ্ছিলেন বিরাট। তিনি যতক্ষণ ক্রিজে ছিলেন, ততক্ষণই ভারতীয় দলের জয়ের আশা ছিল। কিন্তু বিরাট ৫১ রান করে বেন স্টোকসের বলে এলবিডব্লু হয়ে যাওয়ার পরেই চাপে পড়ে ভারত। এরপর মহম্মদ সামি (০), হার্দিক পাণ্ডিয়া (৩১), ইশান্ত শর্মা (১১) সকলে ফিরে গেলেন। ইংল্যান্ডের হয়ে স্টোকস ৪টি, জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড ২টি করে এবং স্যাম কুরান ও আদিল রশিদ ১টি করে উইকেট নেন।

এই সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু ৯ অগাস্ট থেকে। ফিরে আসতে গেলে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে হবে টিম কোহলি অ্যান্ড কোম্পানিকে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OMem5Q

August 04, 2018 at 07:55PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top