বাংলাদেশে আর কোনো সিনেমাই বানাবো না, রিকশা চালিয়ে খাবো এমনই মন্তব্য করেছেন ঢাকাই চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন। তার নামের সঙ্গে আলোচনার মতোই সমালোচনার বিশেষণও দ্বিগুণ যুক্ত। ইভেন্টের নামে মালয়েশিয়ায় আদম পাচারের অভিযোগে মালয়েশিয়া পুলিশের হাতে গ্রেপ্তারও হয়েছিলেন তিনি। এই কারণে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি অনন্য মামুনের সদস্য পদ বাতিল করেছেন। তারপরও থেমে নেই মামুনের সিনেমা নির্মাণ ও অন্যান্য কাজকর্ম। সম্প্রতি যৌথ প্রযোজনার নামে তুই শুধু আমার ছবি নির্মাণের ক্ষেত্রেও প্রতারণার অভিযোগ ওঠেছে এই পরিচালকের বিরুদ্ধে। এরপর দৈনিক পত্রিকার সঙ্গে কথা প্রসঙ্গে বাংলাদেশে আর সিনেমা নির্মাণ করবেন না বলে জানান এই পরিচালক। এ সম্পর্কে অনন্য মামুন বলেন, সিনেমা বানাবো না। বাংলাদেশে আর কোনো সিনেমাই বানাবো না। ডিরেক্টরশিপ নেই যেহেতু সিনেমা বানিয়ে কি হবে। অন্য কিছু করে খাব। ডিরেক্টর অ্যাসোসিয়েশন তো আমার পেট চালাবে না। এই দেশে সিনেমা না বানালে মরে যাব না। রিকশা চালিয়ে খাবো। তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/০৮:০০/ ০৯ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2KAWKXe
August 09, 2018 at 05:29PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন