নয়াদিল্লি, ৩১ অগাস্টঃ অরুণাচলের সিয়াং নদীর একটি জলমগ্ন দ্বীপ থেকে ১৯ জন বাসিন্দাকে উদ্ধার করল ভারতীয় বায়ুসেনা। প্রবল বৃষ্টি ও চিন থেকে জল ছাড়ার ফলে সিয়াং নদীর জল বেড়ে গিয়েছে। তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। ইতিমধ্যেই সিয়াং নদীর একটি দ্বীপে প্রায় ৩০ জন আটকে থাকার খবর পাওয়া যায়। এরপর শুক্রবার ভোর নাগাদ বায়ুসেনার জওয়ানরা তাঁদের উদ্ধার করতে অভিযান শুরু করেন। ১৯ জনকে উদ্ধার করে পাসিঘাট অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ডে নিয়ে আসা হয়। প্রসঙ্গত, চিনের সাংপো নদী অরুণাচলে সিয়াং ও অসমে ব্রহ্মপুত্র নামে পরিচিত।
জলমগ্ন মানুষদের উদ্ধারের পর বায়ুসেনা ও প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনকে ধন্যবাদ জানান অরুণাচলের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2wpAPht
August 31, 2018 at 03:45PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন