টাকা মেটানোর নামে কর্মীদের বাড়িতে ডেকে খুন করার অভিযোগ গৃহকর্ত্রীর বিরুদ্ধে

কলকাতা, ২৫ অগাস্টঃ বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার নাম করে কিচেন চিমনি সংস্থার দুই কর্মীকে বাড়িতে ডেকে খুনের চেষ্টার অভিযোগ উঠল বাড়ির মালকিনের বিরুদ্ধে। অভিযোগ, ঠান্ডা পানীয়ের মধ্যে মিশিয়ে দেওয়া হয়েছে বিষ। ঘটনাটি কলকাতার নিউ আলিপুরের। অভিযুক্ত মধুমন্তী সাহাকে গ্রেফতার করেছে পুলিশ। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন চিমনি সংস্থার এক কর্মী। তার নাম অমিত চক্রবর্তী। দ্বিতীয়জন সোমনাথ মণ্ডল।

নিউ আলিপুরের ই-ব্লকের বাসিন্দা মধুমন্তী সাহা। জানা গিয়েছে, ২৭ জুলাই একটি বহুজাতিক সংস্থা থেকে একটি চিমনি কেনেন তিনি। দাম মেটান চেকের মাধ্যমে। তবে চেকটি বাউন্স করে। এরপরই সংস্থার তরফে গৃহকত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়। মধুমন্তী সাহা জানান, নগদে দাম মেটাবেন তিনি। সেইমত শুক্রবার মধুমন্তী সাহার বাড়িতে যান চিমনি সংস্থার ওই দুই কর্মী।

বাড়িতে পৌঁছনোর পর তাদের দুজনকেই ঠান্ডা পানীয় খেতে দেন মধুমন্তী। অভিযোগ, ওই পানীয়ের মধ্যে বিষ মেশানো ছিল। পানীয় খাওয়ার পরই অচৈতন্য হয়ে পড়েন অমিত চক্রবর্তী। অভিযোগ, সোমনাথ মণ্ডল অফিসে ফোন করে ঘটনার কথা জানানোর চেষ্টা করলে, তাঁর ফোনটি কেড়ে নিয়ে পোষ্য কুকুর ছেড়েন দেন গৃহকর্ত্রী। কোনোরকমে সেখান থেকে পালিয়ে নিউ আলিপুর থানার দ্বারস্থ হন সোমনাথ মণ্ডল। সংস্থার তরফে সেখানে অভিযোগ দায়ের করা হয় মধুমন্তী সাহার বিরুদ্ধে। এরপর মধুমন্তী সাহার বাড়ি থেকে অচৈতন্য অবস্থায় অমিত চক্রবর্তীকে উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত মধুমন্তী সাহাকে। ঘটনার তদন্তে পুলিশ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2MuM16u

August 25, 2018 at 01:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top