উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষকদের শূন্যস্থান বাড়ছেঃ রিপোর্ট

নয়াদিল্লি, অগাস্টঃ গত তিন বছরে দেশের সমস্ত উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে শিক্ষক কমেছে প্রায় ২.৩৪ লক্ষ। এমনই তথ্য উঠে এসেছে অল ইন্ডিয়া হাইয়ার এডুকেশ(২০১৭-১৮)-এর করা একটি রিপোর্টে। মনে কার হচ্ছে বর্তমান সময়ের দেশের গুরুত্বপূর্ণ সমস্যাগুলির মধ্যে এটা অন্যতম। ভারতীয় বিশ্ববিদ্যলয়গুলিতে শিক্ষকের যে অভাব রয়েছে তা এই রিপোর্টে ফুঠে উঠেছে।

২০১৭-১৮ বর্ষে দেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে মোট শিক্ষক ছিল(অধ্যাপক থেকে শুরু করে অর্ধ-শিক্ষক পর্যন্ত) ১২.৪৮ লক্ষ। ২০১৬-১৭ তে ছিল ১৩.৬৫ লক্ষ এবং ২০১৫-১৬ মোট শিক্ষক ছিল ১৫.১৮ লক্ষ। এই তথ্য থেকে স্পষ্ট গত তিন বছরে ২.৩৪ লক্ষ শিক্ষক কমছে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলি থেকে। ২০১১-১২ থেকে ২০১৫-১৬ তে এই হ্রাসের পরিমাণ আরও বেশি, প্রায় ১৫.১৮ লক্ষ।

এই সমস্যার প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে, শিক্ষকদের ঠিকঠাক নিয়োগের অভাব। যারা শিক্ষকতা থেকে অবসর নিচ্ছেন তাঁদের জায়গায় নতুন করে নিয়োগ হচ্ছে না।

এই বিষয়ে ইউজিসির প্রাক্তন চেয়ারম্যান এসকে থোরাট জানান, ‘রাজ্য সরকার পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলিতে ঠিকমত নিয়োগ হচ্ছে না। কেন্দ্রীয় সরকারের আওতায় যেসব বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে সেগুলিতে বিভিন্ন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের কিছু সমস্যার কারণে ওই পদগুলি  পূরণ করা হয়ে ওঠে না। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন দপ্তরের এক আধিকারিক জানান, রিপোর্টে ২০১৭-১৮ বর্ষে এতকম শিক্ষক দেখানো হচ্ছে কারণ, যে সমস্ত শিক্ষক নিজেদের আধার নম্বর পেশ করেছেন শুধু তাঁদেরকেই দেখানো হচ্ছে বাকিদের নয়।

ছবিটি প্রতীকী



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OceJp0

August 06, 2018 at 08:52PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top