বার্ষিক উপার্জন আপাতত তাঁর ১০২ কোটি টাকা! সম্পত্তির মোট পরিমাণ ৩২০ কোটি টাকা! অস্বাভাবিক কী, রণবীর কাপুরের সংগ্রহে বেশ কিছু চোখধাঁধানো দামি জিনিস থাকবেই! কিন্তু কতটা দামি, আর কী কী, তারই ১০টি নমুনায় চোখ রাখা যাক এক এক করে! ১. ট্যাগহিউয়ার গ্র্যান্ড প্রিক্স ঘড়ি সব সময়েই রণবীরের প্রিয় অ্যাকসেসরি! খেয়াল করে দেখবেন, ঘড়ি ছাড়া তাঁর হাত বড়ো একটা দেখা যায় না! আপাতত উপরে যে ছবিটা দেখছেন, এটার বাজারদর ৩.২৫ লক্ষ টাকা! নীতু আর ঋষি কাপুর এটা উপহার দিয়েছিলেন ছেলেকে! ২. হুবলো মেক্সিকান প্রথম ছবির উপার্জন থেকে, খবর বলছে, এই দামি ঘড়িটা কিনেছিলেন রণবীর! দাম? ৮.১৬ লক্ষ টাকা! ৩. হার্লে ডেভিডসন ফ্যাটবয় এই বাইকটা না কি খোদ সঞ্জয় দত্ত উপহার দিয়েছিলেন রণবীরকে! তা নিয়ে কেমন পারিবারিক বিবাদ শুরু হয়েছিল, তা উপরের লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারেন! এই সম্পত্তিটির বাজারদর ১৮ লক্ষ টাকা! ৪. রিচার্ড মিলি আরএম ০১০ এই ঘড়িটার দাম ৫০ লক্ষ টাকা! রণবীরকে উপহার দিয়েছিলেন তাঁর সব চেয়ে প্রিয় অভিনেতা- অমিতাভ বচ্চন! ৫. অডি এ৮ যা দেখা যাচ্ছে, রণবীর আর সলমন খান- দুজনেরই এক মডেল পছন্দ! অডি এ৮, যার দাম ১.১২ কোটি টাকা, তা রয়েছে দুজনেরই দখলে! ৬. রেঞ্জ রোভার স্পোর্ট এই গাড়িটার দাম ১.৫১ কোটি টাকা! যখন দীপিকা পাড়ুকোনের সঙ্গে সম্পর্ক ছিল, তখন এই গাড়িটা কিনেছিলেন নায়ক! ৭. মার্সিডিজ বেঞ্জ জি৬৩ এএমজি ভুলেও ভাববেন না- স্রেফ আগের দুটো গাড়িতেই শেষ হয়ে গিয়েছে রণবীরের চার-চাকার তালিকা! ২.০৫ কোটি টাকার মার্সিডিজের এই মডেলটাও রয়েছে তাঁর প্রিয় সম্পত্তির তালিকায়! ৮. অডি আর৮ ভি১০ প্রেমিকার পাশাপাশি নায়ক কি গাড়িও বদলান? খবর বলছে, ২.৪৭ কোটি টাকার এই গাড়িটি তিনি কিনেছিলেন তখন, যখন ক্যাটরিনা কাইফের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল! ৯. ট্রাম্প টাওয়ার্স অ্যাপার্টমেন্ট, পুণে গাড়ি ছেড়ে এ বার আসা যায় বাড়ির কথায়! পুণের এই অ্যাপার্টমেন্ট নিয়ে কিছু দিন আগেই এক আইনি জটিলতায় জড়িয়েছিলেন নায়ক! সে কি সম্পত্তির দাম অশুভ ১৩ কোটি টাকা বলে? ১০. বাস্তু বিল্ডিং, বান্দ্রা এই অ্যাপার্টমেন্টে রণবীর একাই থাকেন! কিনতে খরচ হয়েছিল ৩৫ কোটি টাকা! তার পর শাহরুখ খানের স্ত্রী গৌরী যখন বাড়িটা সাজিয়ে দিয়েছিলেন, সে কত কোটির ধাক্কা পড়েছিল, না ভাবাই ভালো, তাই না? তথ্যসূত্র: খবর অনলাইন এইচ/১৭:৫৫/ ১২ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2vANeii
August 13, 2018 at 12:01AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন