কোচবিহার, ৯ অগাস্টঃ মাধ্যমিকের খাতা রিভিউয়ের পর ৩ নম্বর বেড়ে রাজ্যের মেধাতালিকায় এগিয়ে এসে অষ্টম স্থান দখল করল কোচবিহারের অর্নত্রি সমাজদার। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে এ খবর জানা গিয়েছে। অর্নত্রি সুনীতি একাডেমির ছাত্রী। বাড়ি কোচবিহার শহরের ৭ নম্বর ওয়ার্ডের রাজমাতা দিঘি সংলগ্ন এলাকায়। এ বছরের মাধ্যমিক পরীক্ষায় ৬৭৯ পেয়ে রাজ্যে একাদশ স্থান অধিকার করেছিল সে। এক নম্বরের জন্য সে মেধাতালিকায় স্থান পায়নি বলে আক্ষেপ ছিল তার। ফলাফল প্রকাশের পর অর্ণত্রী সুনীতি অ্যাকাডেমিতে বিঞ্জান বিভাগে ভরতি হয়েছে৷ ভবিষত্যে সে গণিত নিয়ে পড়াশোনা করতে চায়৷
অবশেষে তিন নম্বর বেড়ে একলাফে একাদশ থেকে অষ্টম স্থানে যাওয়ায় খুশির হাওয়া তার পরিবারে। বাবা অরূপ সমাজদার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কর্মী। মা সুজাতা সমাজদার গৃহবধূ। অর্নত্রি জানিয়েছে, পরীক্ষায় ভালো ফল হবে তা আগে থেকে আন্দাজ করলেও রাজ্যে একাদশ স্থান পেয়ে যাবে তা সে ভাবেনি কখনও। ইংরেজি, ভৌত বিজ্ঞান ও ভূগোলে আশানুরূপ নম্বর না পাওয়ায় পুনরায় খাতা রিভিউ করায় সে। অবশেষে বেড়ে যায় তিন নম্বর। মধ্যশিক্ষা পর্ষদের কোচবিহার জেলা আহ্বায়ক মিঠুন বৈশ্য জানালেন, রাজ্যের মেধাতালিকায় কোচবিহার জেলায় ৯ জন ছিল। এবার একজন বেড়ে মোট ১০ জন হল। আমরা ভীষণ খুশি।
সংবাদদাতাঃ শিবশঙ্কর সূত্রধর
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2vT7rz5
August 09, 2018 at 09:22PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন