বাজপেয়ি স্মরণে ঝাড়খণ্ড সরকারের একাধিক স্থানের নাম বদল

রাঁচি, ২৫ অগাস্টঃ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়িকে শ্রদ্ধা জানাতে তাঁর নামে রাজ্যের বেশকিছু জায়গার নাম রাখার সিদ্ধান্ত নিল ঝড়খণ্ড সরকার। জানা গিয়েছে, মেডিকেল কলেজ, বন্দর ও বিমানবন্দরের মতো স্থানগুলির নাম বাজপেয়ির নামে রাখা হবে।

পালামৌ মেডিকেল কলেজের নাম বদলে রাখা হবে অটল বিহারী বাজপেয়ি মেডিকেল কলেজ। ঝাড়খণ্ডের পরিবহন দপ্তর (সিভিল অ্যাভিয়েশন) ও শিপিং মিনিস্ট্রির অধীনে সাহিবগঞ্জ হারবারের নাম পরিবর্তন করে রাখা হবে অটল বিহারী বাজপেয়ি হারবার সাহিবগঞ্জ। নির্মীয়মাণ দেওঘর এয়ারপোর্টের নাম বদলে রাখা হবে অটল বিহারী বাজপেয়ি এয়ারপোর্ট, দেওঘর। এমনকি জামশেদপুর প্রফেশনাল কলেজের নাম পরিবর্তিত হয়ে রাখা হবে অটল বিহারী বাজপেয়ি প্রফেশনাল কলেজ। রাঁচি কনভেনশন সেন্টারের নাম বদলে রাখা হবে অটল কনভেনশন সেন্টার।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2P55nvF

August 25, 2018 at 11:26AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top