বুয়েনোস আইরেস, ০৩ আগস্ট- কোচ শূন্য অবস্থায় প্রায় তিন সপ্তাহ কাটিয়ে দিয়েছে আর্জেন্টিনা ফুটবল দল। গত মাসে বিশ্বকাপ ব্যর্থতার দায়ে হোর্হে সাম্পাওলিকে বহিষ্কার করার পরে এখনো কোন নতুন কোচ নিয়োগ দেয়নি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তবে আপাতকালীন সময়ে কাজ চালানোর জন্যে পাবলো আইমার ও লিওনেল কালোনিকে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দিয়েছে এএফএ। যারা কিনা স্থায়ী কোচ নিয়োগ পাওয়ার আগপর্যন্ত চালাবেন আর্জেন্টিনা ফুটবল দলকে। রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার ভরাডুবিময় পারফরম্যান্সের সময় সাম্পাওলির সহকারী কোচ ছিলেন কালোনি। প্রধান কোচ সাম্পাওলির উপর আস্থা হারালেও সহকারীর উপর এখনো আস্থা রেখেছে এএফএ। অন্যদিকে আর্জেন্টিনার সাবেক মিডফিল্ডার আইমার গত বছর আর্জেন্টিনার অনুর্ধ্ব-১৭ ফুটবলের দায়িত্ব পালন করেছেন। এই দুজনকে আপাতকালীন দায়িত্ব দিলেও তাদের মধ্য থেকে একজনকেই স্থায়ীভাবে দায়িত্ব দেয়ার ইচ্ছা রয়েছে এএফএর, এমনটাই জানিয়েছেন অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাওদিও তাপিয়া। তিনি বলেন, আপাতত তারা দায়িত্ব পালন করবে। এরপরে আমরা দেখবো কাকে স্থায়ীভাবে দায়িত্ব দেয়া যায়। আমরা দলের জন্য যোগ্য ব্যক্তিকে বেছে নিতে কিছু সময় নিতে চাই। আর্জেন্টিনা দলের পরবর্তী ম্যাচ আগামী ৭ সেপ্টেম্বরে। লস এঞ্জেলসে গুয়েতেমালার বিপক্ষে খেলবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পরে ১১ তারিখ নিউজ জার্সিতে কলম্বিয়ার মুখোমুখি হবে তারা। সূত্র: জাগোনিউজ২৪ আর/১৭:১৪/০৩ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2ne5qK1
August 03, 2018 at 11:46PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন