নয়াদিল্লি, ৭ অগাস্টঃ মোটর ভেহিকেলস সংশোধনী বিলের প্রতিবাদে মঙ্গলবার রাজ্যের একাধিক জেলায় বন্ধ বেসরকারি বাস চলাচল। রাজ্যের পাশাপাশি দেশ জুড়ে এদিন পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও পরিবহন সংগঠনগুলি। একাধিক রাজ্যে সকাল থেকে ধর্মঘটের প্রভাব পড়তে শুরু করেছে৷ সকালের দিকে রাজ্যের ছবিটা পরিষ্কার না হলেও বেলা বাড়ার সাথে সাথে একাধিক জেলা থেকে দুর্ভোগের খবর আসতে শুরু করেছে৷ হাওড়া, ব্যারাকপুর ও হলদিয়ায় পথ অবরোধ শুরু করেছে বনধ সমর্থকরা।
সিটু সহ বিভিন্ন পরিবহণ সংগঠনগুলি জানিয়েছে কেন্দ্রীয় সরকারের নতুন মোটর ভেহিকেল আইনের সংশোধনের প্রতিবাদ ও বাস ভাড়া বৃদ্ধি সহ দশটি দাবি আদায়ে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। জানা গিয়েছে, কর্ণাটক সহ দক্ষিণের একাধিক রাজ্যে ধর্মঘটের প্রভাব পড়তে শুরু করেছে৷ বাস, ট্যাক্সি না পেয়ে রাস্তায় বেরিয়ে বিপাকে পড়েছেন নিত্য যাত্রীরা। দেশজুড়ে ধর্মঘটের জেরে বিভিন্ন রাজ্যে পণ্যবাহী ট্রাকগুলি আটকে যাওয়ার আশঙ্কা থাকছে৷ ফলে প্রভাব পড়তে পারে বাজারেও। ২৪ ঘন্টার এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে৷ সিটুর পক্ষ থেকে জানানো হয়েছে বাস, লরি, ট্যাক্সির সাথেই অটো ও পুলকার গুলিকেও এই ধর্মঘটের আওতায় আসার আহ্বান জানানো হয়েছে৷
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2LV26lD
August 07, 2018 at 12:42PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন