ফুটপাথবাসীকে ৫০০ মিটার টেনে হিঁচড়ে নিয়ে গেল তরুণীর গাড়ি

নয়াদিল্লি, ২১ অগাস্টঃ বন্ধুদের গাড়িতে বসিয়ে উদ্দাম গতিতে নিজের গাড়ির নীচে প্রৌঢ়া ভিক্ষাজীবীকে পিষে টেনে হিঁচড়ে নিয়ে গেল তরুণী।

রবিবার রাত ৮টা ৩০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে দিল্লির কনট প্লেসে। বাবা খড়গ সিং মার্গে রাস্তা পার হতে গিয়ে ফুটপাথবাসী বছর পঞ্চাশের ফুলবতীকে প্রায় ৫০০ মিটার পথ তাঁকে হিঁচড়ে নিয়ে যায় গাড়িটি। অভিযুক্ত গাড়িচালক শ্রেয়া আগরওয়াল(২০)কে গ্রেফতার করে তার বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। সোমবার রাতে অবশ্য সে জামিনে মুক্তি পায়।

গাড়িতে শ্রেয়ার সঙ্গী ছিল তার বন্ধু বেবি, রানি ও মেঘা। মুম্বইয়ের একটি কলেজে ফ্যাশন ডিজাইনিং কোর্সে পড়াশোনা করছে শ্রেয়া। গাড়িটি শ্রেয়ার বাবার। ড্রাইভিং লাইসেন্স থাকলেও গাড়ি চালানোয় সে বিশেষ পটু ছিল না বলে পুলিশের দাবি।

গাড়িটির অ্যাক্সেল ও পেছনের চাকার মাঝে আটকে থাকা ফুলবতীর দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্‍সকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের পরে দেহটি তাঁর আত্মীয়দের হাতে তুলে দেওয়া হয়েছে।

ওই এলাকায় রাতের ডিউটিতে থাকা দিল্লি পুলিশের কনস্টেবল রাজেশ জানান, স্থানীয় বাসিন্দা এবং পথচারীদের চিৎকারে তিনি এবং তাঁর সহকর্মীরা ব্যারিকেড করে গাড়িটি আটকান। গাড়িটিকে আটক করেছে পুলিশ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2MBDGx9

August 21, 2018 at 06:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top