মুম্বইয়ে গ্রেফতার এক সন্দেহভাজন জঙ্গি

মুম্বই, ২৫ অগাস্টঃ মহারাষ্ট্রে কয়েকটি নাশকতামূলক ঘটনায় যুক্ত থাকার সন্দেহে গ্রেফতার হল আরও একজন। গত শুক্রবার রাতে মুম্বইয়ের ঘটকোপার এলাকা থেকে মহারাষ্ট্রের জঙ্গিদমন শাখা (এটিএস) তাকে গ্রেফতার করেছে। এটিএস-এর এক আধিকারিক জানান, ৩০ বছর বয়সি ওই সন্দেহভাজনের নাম অবিনাশ পাওয়ার। এই নিয়ে মোট ৫ সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার হল।

প্রসঙ্গত, মহারাষ্ট্রে বিভিন্ন নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত ১০ অগাস্ট প্রথম পালঘর জেলা থেকে হিন্দু সংগঠনের কর্মী বৈভব রাউতকে গ্রেফতার করে এটিএস। তার কাছ থেকে প্রচুর বিস্ফোরক এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল। তারপর রাউতের সহযোগী শরোদ কালাস্কার, সুধনাভ গোন্ধালেকার এবং প্রাক্তন শিবসেনা কর্মী শ্রীকান্ত পানগারকারও গ্রেফতার হয়। এদের সকলকে জেরা করেই অবিনাশ পাওয়ারের হদিশ পায় এটিএস।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2PCE8tx

August 25, 2018 at 08:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top