মেদিনিপুর, ২৩ আগস্ট- পশ্চিম মেদিনিপুর জেলায় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়েছে। ওই বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। কলকাতা থেকে ১৩০ কিলোমিটার দূরে মেদিনিপুর জেলায় মমতা ব্যানার্জির দলীয় কার্যালয়ে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনার বেশ কিছু ছবি প্রকাশিত হয়েছে। দলীয় কার্যালয়ের বাইরে রডের টুকরা এবং কংক্রিটের অংশ পড়ে থাকতে দেখা গেছে। ঘটনাস্থলে রয়েছে পুলিশ। তারা এই ঘটনা তদন্ত করছেন। বিস্ফোরণে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টায় বিস্ফোরণ হয়। পুলিশ প্রত্যক্ষদর্শীদের জেরা করছে। গ্যাস সিলিন্ডার বা ককটেল জাতীয় বোমা থেকেই ওই বিস্ফোরণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তৃণমূলের বিধায়ক প্রদ্যুত ঘোষ বলেন, বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। পুলিশ এই ঘটনা তদন্ত করছে। তথ্যসূত্র: জাগো নিউজ২৪ আরএস/ ২৩ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2wnMDQk
August 23, 2018 at 10:10PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন