পুরুলিয়ায় তিন বিজেপি কর্মী খুনে কেন্দ্র ও রাজ্যকে সুপ্রিম কোর্টের নোটিশ

নয়াদিল্লি, ২৪ অগাস্টঃ পুরুলিয়ায় তিন বিজেপি কর্মীর খুনের ঘটনায় কেন্দ্র ও রাজ্য সরকারকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। দলীয় কর্মীদের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেন বিজেপি নেতা গৌরব ভাটিয়া।

৩০ মে বলরামপুরের সুপুরডি গ্রামের এক জঙ্গল থেকে উদ্ধার হয় ত্রিলোচন মাহাতোর ঝুলন্ত মৃতদেহ। তার পরনে সাদা টি-শার্টের সামনে ও পেছনের দিকে লেখা ছিল, ‘১৮ বছর বয়সে BJP-র রাজনীতি। এবার তোর প্রাণ নি…আজকে তোর প্রাণ শেষ।’ অভিযোগের তির তৃণমূলের দিকে।

২ জুন বলরামপুরেরই ডাভা গ্রামের বিজেপি যুব মোর্চার কার্যকর্তা দুলাল কুমারের মৃতদেহ উদ্ধার হয়। একটি হাইটেনশন টাওয়ার থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। এক্ষেত্রেও খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
পঞ্চায়েত নির্বাচনপর্বে পুরুলিয়ায় খুন হন জগন্নাথ টুডু নামে আরও এক বিজেপি নেতা।
মৃত্যুর এই তিনটি ঘটনাতেই সিবিআই তদন্ত দাবি করে বিজেপি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OYOJ0T

August 24, 2018 at 04:20PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top