মুম্বাই, ০৯ আগস্ট- স্বর্গীয় বলিউডের তারকা অমরিশ পুরীর নাতি বর্ধন পুরী বলিউডে পা রাখার জন্য তৈরি | বর্ধনকে লঞ্চ করবেন ফিল্মমেকার জয়ন্তীলাল গাড়া একটি রোম্যান্টিক থ্রিলারের মাধ্যমে | শোনা যাচ্ছে ছবির শ্যুটিং চলতি বছরের সেপ্টেম্বর থেকে শুরু হবে | বর্ধন যশরাজ ফিল্মে একজন সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন | উনি এর আগে পরিচালক হাবিব ফয়জল কে অ্যাসিস্ট করেছেন দাওয়ত-এ-ঈশ্ক এবং ঈশকজাদে এই দুটো ছবিতে | এছাড়াও উনি মনীশ শর্মার সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন শুদ্ধ দেশি রোম্যান্স ছবিতে | নিজের ডেব্যু সম্পর্কে কথা বলতে গিয়ে বর্ধন বলেছেন আমার একটা পিরিয়ড ড্রামা দিয়ে ডেব্যু করার কথা ছিল | কিন্তু তা হয়নি | পরে জয়ন্তী ভাই এই ছবিটা আমাকে অফার করেন | আমার ছবির গল্প ভালো লাগায় তা করতে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই | ২০০৫ যখন অমরিশ পুরীর মৃত্যু হয় সেই সময় বর্ধন একজন অভিনেতা হওয়ার সিদ্ধান্ত নেন | ওঁর কথায় দাদু আমার কাছে ভগবানের মতো | আমি রোজ দাদু আর ঠাকুমার কাছে ঘুমোতাম | ওঁর মৃত্যুর পর আমি এমন একজনকে হারালাম যিনি আমাকে সব সময় সব কিছুর থেকে বাঁচিয়ে রাখতেন | সেই সময় আমি সিদ্ধান্ত নিলাম যে যদি আমি একজন অভিনেতা হই তাহলে ওঁর জন্য কিছু করা হবে | এই ছবি দাদুর প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য | পাঁচ বছর বয়স থেকে বর্ধন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা-ফিল্মমেকার সত্যদেব দুবের কাছে প্রশিক্ষণ নেওয়া আরম্ভ করেন | অমরিশ পুরীরও মেন্টর ছিলেন সত্যদেব | বর্ধন জানিয়েছেন আমি চিত্রনাট্য লেখা এবং পরিচালনা দুটোই করতে ভালোবাসি | কিন্তু অ্যাক্টিং আমার প্রথম প্রেম | প্রথমে দিকে সত্যদেব দুবে আমাকে ব্যাকস্টেজে কাজ করাতেন | আমি সবাইকে চা দিতাম | স্টেজ পরিষ্কার করতাম | পরে উনি আমাকে ছোট রোল দিতে লাগলেন | যখন আমি একজন টিনএজার তখন প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পাই | অমরিশ পুরীর ৭২ বছর বয়সে মৃত্যু হয় | মিস্টার ইন্ডিয়াতে ওঁর অভিনীত মোগ্যাম্বোর চরিত্র এবং বিখ্যাত ডায়লগ মোগ্যাম্বো খুশ হুয়া আজও অমর হয়ে আছে | এছাড়াও ওঁর উল্লেখযোগ্য ছবির মধ্যে আছে ত্রিদেব দামিনী করণ অর্জুন কোয়েলা এবং দিল ওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে | তথ্যসূত্র: বাংলা লাইভ এনওবি/২১:৪৭/০৯ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2OUUvBe
August 10, 2018 at 03:47AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন