৮৯ বছর পুরানো রেকর্ড, আর সেই রেকর্ডই ভাঙতে পারেন ক্রিশ্চিয়ানো রোনালদো৷ সিরি এ লিগে ৮৯ বছর আগে ১৯২৯ সালে এক মৌসুমে ৩৬টি গোল করেছিলেন গিনো রোসেত্তি৷ ২০১৫-১৬ মৌসুমে নাপোলির হয়ে সেই রেকর্ড স্পর্শ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড হিগুয়েন৷ ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন এবার সেই রেকর্ড ভাঙতে চলেছে৷ কে ভাঙবেন? ফুটবল বিশ্ব বলছে, অবশ্যই রোনালদো৷ তার পা থেকে অতীতে স্প্যানিশ লিগের অনেক রেকর্ড ভেঙে গেছে। তাই ফুটবল দুনিয়ার মত এবার সিরি এ লিগের এই রেকর্ডকে টার্গেট করবেন ক্রিশ্চিয়ানো৷ স্প্যানিশ লিগে শেষ নয় মৌসুম কাটিয়েছেন পর্তুগিজ তারকা৷ সেই নয় মৌসুমে তার গোলের গড় ৩৪ এর কিছু বেশি৷ শেষ মৌসুমে রিয়ালের হয়ে ৪০র বেশি গোল করেছেন৷ অনেকেই তাই মনে করছেন সিরি এ লিগে ৮৯ বছরের পুরানো রেকর্ডটি ভাঙার ক্ষেত্রে রোনালদোর সমস্যা হওয়ার কথা নয়৷ সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/০৭:১৪/২৬ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2LqPD4b
August 26, 2018 at 03:42PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন