রায়গঞ্জ, ৪ অগাস্টঃ শ্বশুরের মৃত্যুর খবর পেয়ে শ্বশুরবাড়ি আসার পথে দুর্ঘটনায় মৃত্যু হল জামাইয়ের। ৩৪ নম্বর জাতীয় সড়কের ঘটনা। মৃতের নাম আব্দুল হালিম(৪৪)। বাড়ি ডালখোলা থানার এক নম্বর ওয়ার্ডের মহম্মদপুর এলাকায়। পেশায় পাতনোর হাই মাদ্রাসা স্কুলের শিক্ষক।
জানা গিয়েছে, আজ সকাল ৯টা নাগাদ শ্বশুরের মৃত্যুর খবর পেয়ে আব্দুল হালিম একটি প্রাইভেট গাড়ি ভাড়া করে করণদিঘি থানা এলাকার টুনিভিটা এলাকার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সকাল দশটার নাগাদ করণদিঘি থানার পিচলা এলাকায় একটি লরির সঙ্গে ওই গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় আব্দুল হালিমের।
এদিন বিকেলেই মৃতদেহ ময়নাতদন্তের পর মরদেহ নিয়ে ডালখোলার উদ্দেশ্যে রওনা দেয় মৃতের পরিবার পরিজনেরা। পুলিশ সূত্রে খবর, ঘাতক লরিটিকে আটক করা হয়েছে। চালক পলাতক। তদন্ত শুরু হয়েছে। গাড়িতে থাকা দীনেশ সাহানি নামে আরেক ব্যক্তি করণদিঘি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।
সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2MiWrC5
August 04, 2018 at 09:28PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন