আসানসোলের মহিলার সঙ্গে প্রতারণার অভিযোগে ধৃত চন্দননগরের বাসিন্দা

আসানসোল, ২৭ অগাস্টঃ প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃত ব্যক্তির নাম আদিত্য চক্রবর্তী। তাকে আসানসোল মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিনদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন।

স্বামী অসুস্থ হওয়ায় কয়েকবছর আগে কলকাতায় গিয়েছিলেন আসানসোলে হীরাপুরের বাসিন্দা বকুল ব্যানার্জি। সেখানেই দমকল বিভাগের অস্থায়ী কর্মী আদিত্য চক্রবর্তীর সঙ্গে তাঁর আলাপ হয়। দু’জনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। এরই মধ্যে বকুলদেবীর স্বামীর মৃত্যু হয়। এরপর দু’জনের মধ্যে সম্পর্ক আরও গভীর হয়। অভিযোগ, ব্যবসা করবে বলে বকুলদেবীর কাছ থেকে বেশ কয়েকলক্ষ টাকা নেয় আদিত্য। বকুলদেবী একাধিকবার চাইলেও সে টাকা ফেরত দেয়নি। কয়েকদিন আগে আদিত্যর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন বকুলদেবী।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Mwdpkq

August 27, 2018 at 02:05PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top