কলকাতা, ১৮ অগাস্টঃ গুমনামি বাবা পর্দায় ফুটে উঠতে চলেছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে। সঙ্গ দিচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কিন্তু কে এই গুমনামি বাবা? এ নিয়ে অসংখ্য মতবিরোধ রয়েছে। আর সৃজিত মানেই একটা ভালো কিছু। রোম্যান্সের মধ্যে দিয়েও কী করে রহস্যকে তুলে আনতে হয় সেই বিষয় সৃজিততে অনেকেই তালিকায় প্রথমে রাখবে। গুমনামি বাবার রহস্যকে ঘিরেই এবার তৈরি হতে চলেছে সৃজিতের নতুন ছবি। এসভিএফের প্রযোজনায় তৈরি হবে এই ছবি। নেতাজির চরিত্রে থাকছেন প্রসেনজিৎ।
উল্লেখ্য, এই গুমনামি বাবা বরাবরই লোকচক্ষুর আড়ালে থাকতেন। ফৈজাবাদ আশ্রম রাম ভবনই ছিল তাঁর ঠিকানা। হাতে গোনা মানুষের সঙ্গে কথা বলতেন তিনি। কারোর সঙ্গে তেমন দেখা করতেন না। প্রকাশ্যে আসা কিছু ছবিতে দেখা যায়, হুবহু নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো দেখতে এই গুমনামি বাবা। অতিরিক্ত শুধু লম্বা দাড়ি। শোনা গিয়েছে, সারাদিন বই পড়ে কাটাতেন তিনি। ১৯৮৬ সালে মারা গিয়েছেন। তখন এই অজানা রহস্যময় মানুষটির নাম দেওয়া হয়েছিল গুমনামি বাবা।
নেতাজি সংক্রান্ত বহু ফাইলেও এক সাধুর উল্লেখ রয়েছে। তবে তাঁর সম্বন্ধে বিস্তারিত কিছু লেখা ছিল না। এতেই অনেকের অনুমান করে ১৯৪৫ সালে ১৮ অগস্ট নেতাজির মৃত্যুটি কেবল রটনা মাত্র। এই গুমনামি বাবাই আসলে নেতাজি। তবে তা কতটা সত্যি তা আজও ধোঁয়াশায়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2L6vmAv
August 18, 2018 at 10:19PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন