হায়দরাবাদ জোড়া বিস্ফোরণ মামলার রায়দান ৪ সেপ্টেম্বর

হায়দরাবাদ, ২৭ অগাস্টঃ হায়দরাবাদ জোড়া বিস্ফোরণ মামলার রায়দান পিছোল। সোমবার এনআইএ-র স্পেশাল কোর্ট জানিয়েছে, ৪ সেপ্টেম্বর মামলার রায় দেওয়া হবে। জানা গিয়েছে, ১১ বছর আগে ২০০৭ সালের ২৫ অগাস্ট হায়দরাবাদের গোকুল চাট ভাণ্ডার এবং লুম্বিনি পার্কে এই বিস্ফোরণটি ঘটে। এর জেরে ৪২ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন প্রায় ৬০ জন। এই ঘটনায় মহম্মদ সাদিক, আনসার আহমেদ বাদশাহ শেখ, আকবর ইসমাইল ও অনিক শফিক সৈয়দ নামে চারজনকে গ্রেফতার করা হয়েছিল। ইন্ডিয়ান মুজাহিদিনের এই সদস্যরা বর্তমানে চেরাপাল্লি কেন্দ্রীয় কারাগারে রয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NsB7KI

August 27, 2018 at 04:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top