তিরুবনন্তপুরম, ২১ অগাস্টঃ বৃষ্টি ও বন্যায় দ্বাদশ শ্রেণির পরীক্ষার সার্টিফিকেট নষ্ট হয়ে যাওয়ায় আত্মঘাতী হল ১৯ বছরের এক তরুণ। কেরালার কোঝিকোড়ের ঘটনা।
বন্যার জলে বাড়ি ভেসে যাওয়ায় দিন তিনেক আগে ত্রাণশিবিরে ঠাঁই হয়েছিল কৈলাস ও তার বাবা-মায়ের। দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশ করার পর ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনসস্টিটিউটে একটি কোর্স করার জন্য ভরতি হয়েছিল কৈলাস। নতুন প্রতিষ্ঠানে যোগ দিতে নতুন ইউনিফর্ম ও কিছু জমানো টাকাও রেখেছিল সে।
বৃষ্টি একটু কমার পর শনিবার বাড়িতে ফিরে দেখে সার্টিফিকেট জামা-টাকা সব বন্যার জলে নষ্ট হয়ে গিয়েছে। এতেই চরম ব্যাথিত হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। পুলিশ জানিয়েছে, জল একটু কমার পর কৈলাসের বাবা-মা বাড়ি পরিষ্কার করতে এলে কৈলাশের ঝুলন্ত দেহ দেখতে পায় তাঁরা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2wbwNs2
August 21, 2018 at 12:14PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন