মোমোর পর এবার ‘গ্র্যানি’, আতঙ্ক ময়নাগুড়িতে

ময়নাগুড়ি, ৩০ অগাস্টঃ মোমোর পর এবার ‘গ্র্যানি’। সোশ্যাল মিডিয়ায় নতুন মারণ গেমের আর্বিভাব। ময়নাগুড়িতে তিন স্কুল পড়ুয়া এই গেম খেলে অস্বাভাবিক আচরণ করতে থাকে বলে জানা গিয়েছে। পরে ওই তিন পড়ুয়ার অভিভাকরা তাদের ময়নাগুড়ি থানায় নিয়ে আসেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়ির খুকশিয়া এলাকায়।

ওই তিন পড়ুয়া জানিয়েছেন, হঠাৎ করে ফেসবুক বন্ধ হয়ে যায় তাদের। এরপর যখন তারা ফেসবুক ফের চালু করার চেষ্টা করে। মোবাইলের স্ক্রিনে ভেসে আসে ‘গ্র্যানি’ গেম। এক পড়ুয়া জানায়, মোট চারটে ধাপ রয়েছে এই গেমে। তিন নম্বর ধাপ পার হওয়ার পর ওই পড়ুয়ার আর কিছু মনে নেই। তার বাড়ির লোক জানায়। ছেলে হঠাৎ করেই অস্বাভাবিক আচরণ করেতে থাকে। ছেলের এই আচরণ দেখে বাড়ির লোক ভয় পেয়ে চিৎকার শুরু করে দেন। ছুটে আসে পাড়ার লোকেরা। এরপরই ময়নাগুড়ি থানায় নিয়ে যাওয়া হটয় তাকে।

    ওই তিন পড়ুয়ার ফোনগুলি থানায় জমা দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাগুড়ি থানার বিডিও শ্রেয়সী ঘোষ বলেন, ‘ঘটনার কথা শুনেছি। অভিভাবকদের কাছে অনুরোধ পড়ুয়ারা ফোন নিয়ে কী করছে তার উপর নজর রাখুন।’

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2oo5GX6

August 30, 2018 at 08:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top