কলকাতা, ৮ অগাস্টঃ এটিএম-এ স্কিমিং ডিভাইস লাগাতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক যুবক। পলাতক ২। মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিট নাগাদ ভবানীপুর থানা এলাকার এলগিন রোডের একটি বেসরকারি ব্যাংকের এটিএম-এ ঘটনাটি ঘটেছে। ধৃত যুবকের কাছ থেকে উদ্ধার হয়েছে ব্যাটারি, ক্যামেরা সহ বেশ কিছু সরঞ্জাম।
প্রচন্ড বৃষ্টি থাকার সুযোগে এই কাজ করছিল সে। এটিএম-এর নিরাপত্তারক্ষী সইফুদ্দিন শেখ গেটের কাছে দাঁড়িয়েছিলেন। আচমকা এটিএম-এর ভেতর কিছু পড়ার শব্দ পান। ভেতরে তাকিয়ে দেখেন এটিএম-এর ভেতরে থাকা যুবক কিছু একটা করছেন। তখন বাইরে ছিল ওই যুবকের দুই বন্ধু। নিরাপত্তারক্ষী তাদের দিকে তাকাতেই তারা পালিয়ে যায়। এরপর এটিএম-এর গেট লক করে তিনি ব্যাংক ম্যানেজারকে খবর দেন। পরে খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে ওই যুবককে গ্রেফতার করে নিয়ে যায়।
আজ ওই যুবককে আলিপুর আদালতে তোলা হবে। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। বাকি দু’জনের খোঁজে চলছে তল্লাশি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2AMUmwO
August 08, 2018 at 11:55AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন