কলকাতা, ২৪ আগস্ট- দেশভাগের পর মুসলমানদের জন্য বাংলাদেশ, হিন্দুদের জন্য পশ্চিমবঙ্গ নির্দিষ্ট ছিল। বুধবার ভারতের কলকাতায় বিজেপির এক আলোচনা শেষে এ কথা বলে বিতর্কের জন্ম দিলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এমপি রূপা গাঙ্গুলি। বিজেপির এই এমপি বারবার বলেছেন, দেশভাগ হয়েছিল যাতে পাকিস্তান মুসলমান প্রধান রাষ্ট্র হতে পারে এবং বাংলাদেশ প্রধানত হয়েছিল মুসলমানদের জন্য। তিনি আরও যোগ করেন, পশ্চিমবঙ্গ হয়েছে বাংলাদেশ থেকে বিতাড়িত হিন্দুদের জন্য। ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন (এনআরসি) এর তালিকা নিয়ে এ প্রশ্ন করা হলে তিনি জবাবে এই মতামত দেন। রুপা গাঙ্গুলি আরও বলেন, শুধু হিন্দুরা নয়, বৌদ্ধ ও জৈন ধর্মের মানুষরাও শরণার্থী, যারা পৃথিবীর বিভিন্ন অংশ থেকে ভারতবর্ষে এসেছিলেন। শুধু রূপা গাঙ্গুলিই নয়, এনআরসি বিলের সমর্থনে বিজেপির ভাইস প্রেসিডেন্ট ওম মাথুর ১২ আগস্ট বলেছিলেন, এই দেশটিকে ধর্মশালা বানাতে দেয়া চলবে না এবং ২০১৯ সালে জাতীয় নির্বাচনের পর সারা ভারতজুড়ে এনআরসি বাস্তবায়ন করা হবে। সেই বক্তব্যে ওম মাথুর আরও বলেছিলেন, পুরো ভারত বাংলাদেশ থেকে আগত অনুপ্রবেশকারীতে ভরে গেছে। এরকম কোনও শহর নেই যেখানে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আক্রমণ থেকে মুক্ত আছে। সূত্র: আরটিভি অনলাইন আর/১৭:১৪/২৪ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2P3634H
August 25, 2018 at 12:39AM
24 Aug 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top