ঢাকা, ২০ আগস্ট- ২০১৬ সালের ইদুল আজহায় প্রথম বিএফডিসিতে কোরবানি দেন পরীমনি। বিষয়টি বেশ ফলাও করে গণমাধ্যমে এসেছিল। ঈদের দিন পরীমনি নিজেও সেখানে ছিলেন,সহশিল্পীদেরদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন, নিজ হাতে সবাইকে মাংস বিতরণ করেছেন। সেই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। এবার বিএফডিসিতে তিনটি গরু কোরবানি দেবেন পরীমনি। রাজধানীর ৩০০ ফিট পূর্বাচল এলাকা থেকে ইতোমধ্যে গরু কিনে এনেছেন। এ প্রসঙ্গে পরীমনি সোমবার ভোরে বলেন, সারারাত ধরে হাট ঘুরে ঘুরে এই মাত্র কিছুক্ষণ আগে একই ধরনের তিনটি গরু নিয়ে এসেছি। এখন তাদের খাবার দিচ্ছি। ওদের জন্য মায়া হচ্ছে। পরীমনি বলেন, আমার যতদিন সামর্থ থাকবে, যতদিন বেঁচে থাকবো এফডিসিতে কোরবানি দেব। চলচ্চিত্রের অসচ্ছ্বল সহশিল্পীদের মাঝে মাংস বিতরণ করবো। ঈদে পরীমনির নতুন কোনো ছবি মুক্তি পাচ্ছে না। তার স্বপ্নজাল চলতি বছরে মুক্তি পেয়েছে। ছবিটি সমালোচক মহলে প্রশংসিতও হয়েছে। তথ্যসূত্র: কালের কণ্ঠ আরএস/ ২০ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2MpvReG
August 20, 2018 at 03:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top