চেন্নাই, ৮ অগাস্টঃ সমাধিস্থল নিয়ে এখনও জটিলতা অব্যাহত। মাদ্রাজ হইকোর্টে চলছে শুনানি। ডিএমকে প্রধান এম করুণানিধিকে মারিনা বিচে সমাধিস্থ করার অনুমতি দেয়নি রাজ্য সরকার। তার বিরোধিতা করে হাইকোর্টে আবেদন জানিয়েছিল ডিএমকে। জরুরি ভিত্তিতে মধ্যরাতেই শুরু হয়েছিল শুনানি। কিন্তু তামিলনাড়ু সরকার কিছুটা সাময় চাওয়ায় তা মুলতুবি করা হয়েছিল বুধবার সকাল ৮টা পর্যন্ত। জানা গিয়েছে, বর্তমানে চেন্নাইয়ের রাজাজি হলে রাখা হয়েছে করুণানিধির দেহ। সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হবে।
এদিন সকাল থেকেই রাজাজি হলে শেষ শ্রদ্ধা জানাতে আসেন অসংখ্য মানুষ। শ্রদ্ধা জানান রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী পালানিস্বামী। শেষ শ্রদ্ধা জানালেন তামিলনাড়ুর রাজ্যপাল বানওয়ারিলাল পুরোহিত। পৌঁছেছেন অভিনেতা রজনীকান্ত ও কমল হাসানও।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2vrrmFW
August 08, 2018 at 11:24AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন