ঢাকা, ২৭ আগস্ট- আগেরদিনই তোলপাড় পড়ে যায় মোসাদ্দেক হোসেনের বিরুদ্ধে তার স্ত্রীর করা নারী নির্যাতনের মামলার খবরে। মামলাটি হয়েছিল ১৫ আগস্ট। কিন্তু মিডিয়ায় প্রচার হয় রোববার সন্ধ্যায়। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল মোসাদ্দেক হোসেন সৈকতের বিরুদ্ধে তার স্ত্রীর করা মামলার খবর। এরপর মোসাদ্দেক নিজেও প্রতিবেদককে জানিয়েছেন, তিনি স্ত্রীকে আগেই ডিভোর্স দিয়েছেন। এখন তাকে হেয় প্রতিপন্ন করা এবং ক্যারিয়ার ধ্বংস করার জন্য স্ত্রীর পক্ষ মামলা করেছে। মোসাদ্দেকের বিপক্ষে যখন মামলার খবরটি মিডিয়ায় প্রকাশিত হলো, তার পরদিনই, অর্থ্যাৎ আজ (সোমবার) থেকেই শুরু হয়েছে এশিয়া কাপ ক্রিকেট উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনুশীলন। ৩১ সদস্যের প্রাথমিক দল আগেই ঘোষণা করেছিল বিসিবি। এদের মধ্যে প্রথমদিনের অনুশীলনে অনুপস্থিত ছিলেন দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিব রয়েছেন সৌদি আরবে, পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে। আর মাহমুদউল্লাহ খেলছেন সিপিএলে। বাকিদের নিয়েই আজ (সোমবার) সকাল থেকে শুরু হলো জাতীয় দলের প্রাথমিক অনুশীলন। অনুশীলন শুরু করা ক্রিকেটারদের মধ্যে ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকতও। সকাল সাড়ে ৯টার আগেই মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসে রিপোর্ট করেন মোসাদ্দেক। এরপর সতীর্থদের সঙ্গে মিলে নামেন মাঠে এবং স্বাভাবিকভাবেই প্রথম দিনের অনুশীলনের সব কটি সেশনে অংশ নেন। আগেরদিন মামলার বেড়াজালে জড়িয়ে পড়ার খবর পেয়েছেন। স্বাভাবিকভাবেই নিজের মধ্যেই অস্বাভাবিক থাকার কথা মোসাদ্দেক হোসেন সৈকতের। তবে, তার ছিটেফোটাও অনুশীলনে এসে প্রকাশ করলেন না তিনি। সকাল থেকেই দেখা গেছে সপ্রতিভ। সতীর্থদের সঙ্গে অনুশীলন করছেন, খুনসুটিতে মাতছেন। দেখে কে বলবে, তার ওপর দিয়ে একটা ঝড় বয়ে যাচ্ছে? সকাল সাড়ে ৯টায় শুরু হয় প্রথম দিনের অনুশীলন। শুরুতেই ফিটনেস ট্রেনিং। সকাল সাড়ে ৯টা থেকে ১২টা পর্যন্ত চলে প্রথম সেশনের কার্যক্রম। এরপর দুপুর দেড়টা থেকে ৪টা পর্যন্ত চলে দ্বিতীয় সেশনের কার্যক্রম। ফিটনেস ট্রেনিংছাড়াও ক্রিকেটাররা অংশ নিয়েছেন ফিল্ডিং অনুশীলনেও। সব জায়গাতেই মোসাদ্দেকের উপস্থিতি ছিল স্বাভাবিক। দুশ্চিন্তাহীন অনুশীলন শেষ করেই মাঠ ছাড়েন জাতীয় দলের এই উদীয়মান ক্রিকেটার। সূত্র: জাগোনিউজ২৪ আর/১৭:১৪/২৭ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2MSWbxe
August 28, 2018 at 12:41AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন