লর্ডস, ১১ আগস্ট- ইংলিশদের সুইং বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারল না ভারতীয় ব্যাটসম্যানরা। সহায়ক কন্ডিশনে শুরু থেকে ভীতি ছড়ালেন জেমস অ্যান্ডারসন। দলে ফেরা ক্রিস ওকস দিলেন যোগ্য সঙ্গ। লর্ডস টেস্টের দ্বিতীয় দিন দ্রুত গুটিয়ে গেল ভারতের প্রথম ইনিংস। দ্বিতীয় দিন ১০৭ রানে থমকে যায় ভারত। অতিথিদের ইনিংস টিকে মাত্র ৩৫.২ ওভার। বৃষ্টির বাধায় ভেসে যায় দ্বিতীয় টেস্টের প্রথম দিন। বৃষ্টি পিছু ছাড়েনি দ্বিতীয় দিনও। শুক্রবারও লম্বা একটা সময় বৃষ্টির জন্য খেলা সম্ভব হয়নি। টস হেরে ব্যাটিংয়ে নামা ভারত শুরুতেই চাপে পড়ে অ্যান্ডারসনের দারুণ বোলিংয়ে। মুরালি বিজয়ের ব্যাটের কানা ফাঁকি দিয়ে প্রথম ওভারে স্টাম্প এলোমেলো করে দেন ইংলিশদের সেরা বোলার। আরেক ওপেনার লোকেশ রাহুল ফিরে যান কট বিহাইন্ড হয়ে। সপ্তম ওভারে বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। খেলা শুরু হলে রান আউট হয়ে যান দলে ফেরা চেতেশ্বর পুজারা। বল পয়েন্টে পাঠিয়ে রান নিতে চেয়েছিলেন তিনি, সাড়া দিয়ে ছুটেছিলেন বিরাট কোহলি। হঠাৎ করেই ঘুরে ফিরে যান ভারত অধিনায়ক, ফেরার কোনো সুযোগ ছিল না পুজারার। পুজারার আউটের পর আবার বৃষ্টির বাধায় খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টি শেষ হলে পরিষ্কার হয়ে যায় আকাশ, দেখা মিলে সূর্যের। তবে তাতে হাসতে পারেনি ভারতের ব্যাটিং। বরং উইকেট বৃষ্টিতে গুটিয়ে যায় একশ পেরিয়েই। ইংলিশ পেসারদের সুইং খুব একটা বুঝতে পারেননি ভারতীয় ব্যাটসম্যানরা। মাঝ ব্যাটে খেলতে পেরেছেন কমই। অসংখ্যবার ব্যাটের কানা ছুঁয়ে একটুর জন্য ক্যাচ যায়নি স্লিপে। একবার করে জীবন পান কোহলি, অজিঙ্কা রাহানে ও হার্দিক পান্ডিয়া। কেউই সুযোগ কাজে লাগাতে পারেননি। ভারতের দিক হারানোর শুরু কোহলির আউট দিয়ে। ওকসের বলে বাজে শটে বাটলারকে ক্যাচ দিয়ে ফিরেন ভারত অধিনায়ক। ঠিক আগের বলেই বাটলারকে ক্যাচ দিয়েও বাউন্ডারি পেয়েছিলেন তিনি। ঠিক একই ভাবেই আউট হন হার্দিক পান্ডিয়া। বাটলারকে স্লিপে ক্যাচ দিয়েও পান বাউন্ডারি। ঠিক পরের বলেই বাটলারের হাতে ধরা পড়েন পান্ডিয়া। সাতে নেমে ব্যর্থ দিনেশ কার্তিক। কিপার ব্যাটসম্যানকে বোল্ড করে দেন স্যাম কারান। আক্রমণে ফিরে অতিথিদের লেজটুকু দ্রুত মুড়ে দেন অ্যান্ডারসন। ফিরিয়ে দেন রাহানে, কুলদীপ যাদব ও ইশান্ত শর্মাকে। আটে নেমে ৩৮ বলে চারটি চারে রবিচন্দ্রন অশ্বিন করেন ২৯ রান। প্রথম ইনিংসে সেটাই সর্বোচ্চ। ২০ রানে ৫ উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার অ্যান্ডারসন। টেস্ট ক্রিকেটে লর্ডসে উইকেটের সেঞ্চুরি হতে আর একটি উইকেট চাই এই অভিজ্ঞ পেসারের। ওকস ২ উইকেট নেন ১৯ রানে। সংক্ষিপ্ত স্কোর: ভারত ১ম ইনিংস: ৩৫.২ ওভারে ১০৭ (বিজয় ০, রাহুল ৮, পুজারা ১, কোহলি ২৩, রাহানে ১৮, পান্ডিয়া ১১, কার্তিক ১, অশ্বিন ২৯, কুলদীপ ০, শামি ১০*, ইশান্ত ০; অ্যান্ডারসন ৫/২০, ব্রড ১/৩৭, ওকস ২/১৯, কারান ১/২৬) সূত্র: বিডিনিউজ২৪ আর/০৭:১৪/১১ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2MAofBW
August 11, 2018 at 03:31PM
11 Aug 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top