বিশ্বকাপের পর এবার চ্যাম্পিয়ন্স লিগেও ব্যবহৃত হতে যাচ্ছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর প্রযুক্তি। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে এ প্রযুক্তি ব্যবহার করা হবে সিদ্ধান্ত নিয়েছে ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা। এ ব্যাপারে সংবাদমাধ্যম টাইমস জানাচ্ছে, মোনাকোতে হয়ে যাওয়া ক্লাব প্রতিযোগিতা কমিটির সভায় ভিএআর নিয়ে সম্মত হয়েছেন সদস্যরা। নির্বাহী কমিটি সভায় প্রস্তাব গৃহীত হলেই ভিএআর দেখা যাবে ইউরোপ সেরার মঞ্চে। এদিকে, গ্রুপপর্ব ও দ্বিতীয় রাউন্ডে চাইলেও ভিএআর ব্যবহার করতে পারছে না উয়েফা। ইউরোপের সব রেফারি এখনও এই প্রযুক্তি বিষয়ে সচেতন নন নি হওয়ার পাশাপাশি অনেক স্টেডিয়ামে অবকাঠামোগত সমস্যা রয়েছে। তবে কোয়ার্টার ফাইনালের সময় চলে আসতে আসতে এসব সমস্যার সমাধান হয়ে যাবে বলে বিশ্বাস উয়েফার। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/০৭:১৪/২৩ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Pxxx3B
August 23, 2018 at 03:43PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন