বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: বিশ্বনাথ থানা পুলিশের অভিযানে গরু উদ্ধারের খবর সর্বত্র ছড়িয়ে পড়লে উদ্ধারকৃত গরু সনাক্ত করতে বিশ্বনাথ উপজেলা’সহ সিলেটের বিভিন্ন এলাকা থেকে লোকজন ছুটে আসছেন বিশ্বনাথ থানায়। শনিবার সকাল থেকে এপর্যন্ত (রোববার বেলা ১টা) থানায় আগত চুরি হওয়া গরুর মালিক ও উৎসুক জনতা ভিড় সামাল দিতে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে।
থানা পুলিশ জানিয়েছে উদ্ধারকৃত ২২টি গরুর মধ্যে এপর্যন্ত ৯টি গরুর মালিক তাদের গরু সনাক্ত করেছেন। তবে সনাক্তকারীরা গরুর সঠিক মালিক কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া আরো চোরাই গরু উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া গরু উদ্ধার করতে গত তিন দিন ধরে ব্যাপক অভিযানে নামে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে উপজেলার উত্তর ধর্মদা গ্রামের আলী রেজার বাড়িতে বেশ কয়েকটি চোরাইকৃত গরু রয়েছে। এরপর শনিবার ভোরে আলী রেজার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় ১১টি চোরাই গরু উদ্ধার করে পুলিশ এবং এসময় আবু রেজা (৩৫) ও জগন্নাথপুর উপজেলার বাউরকাপন গ্রামের হেকিম মুন্সির পুত্র আবির মিয়া (৩৫) কে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। আটককৃতদের তথ্যের ভিত্তিতে পরবর্তীতে শনিবার রাত সাড়ে ১০টায় উত্তর ধর্মদা গ্রামের এক প্রবাসীর বাড়িতে থেকে আরো ১১টি চোরাই গরুগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ওই গরুগুলো উত্তর ধর্মদা গ্রামের প্রবাসীর বাড়ির গোয়াল ঘর ভাড়া নিয়ে রাখা হয়েছিল।
এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা পিপিএম বলেন, উদ্ধারকৃত ২২টি গরুর মধ্যে এপর্যন্ত ৯টি গরু সনাক্ত করা হয়েছে। সনাক্তকারীরা গরুর সঠিক মালিক কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং চোরাই গরু উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2vFJAn2
August 12, 2018 at 01:57PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন