আসানসোল, ২৭ অগাস্টঃ পরিত্যক্ত খনিতে আগুন লেগে আতঙ্ক ছড়াল আসানসোলের জামুড়িয়ার চুরুলিয়ায়। আতঙ্কে বন্ধ করে দেওয়া হয়েছে এলাকার তিনটি স্কুল।
পরিত্যক্ত ওই খনির নাম তারা খনি। যার একটা অংশ জামুরিয়াতে, বাকিটা বারাবনি এলাকায়। খনির খোলা মুখটি রয়েছে জামুরিয়ার চুরুলিয়ায়। সোমবার সকালে খনি থেকে হালকা ধোঁয়া বের হতে দেখা যায়।ফলে স্থানীয়দের শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের অনুমান, ভূগর্ভে থাকা মিথেন গ্যাসের সঙ্গে অক্সিজেন মিশে খনিতে আগুন ধরেছে। আগুন কয়লার স্তরে ছড়িয়ে পড়ায় ধোঁয়া বের হতে শুরু করে। স্থানীয়দের অভিযোগ, ওই খনির আশপাশে কয়েকটি বেআইনি কয়লা খাদান রয়েছে। সেখান থেকে কয়লা চুরির কাজ চলছিল। অনেক সময় কয়লার চোরা কারবারিরা পরিত্যক্ত খনির বিভিন্ন জায়গায় গর্ত খুঁড়ে বেআইনিভাবে কয়লা তোলে। সেই গর্ত তারা বন্ধ করে না। ফলে সেখান দিয়ে অক্সিজেন খনির মধ্যে ঢোকে এবং মিথেন গ্যাসের সংস্পর্শে এসে জ্বলতে শুরু করে। এক্ষেত্রেও তেমনটাই ঘটেছে বলে অনুমান বিশেষজ্ঞদের।
ছবিঃ সংগৃহীত
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Lx1DB4
August 27, 2018 at 06:26PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন