বন্যাদুর্গত কেরালাকে ৫০০ কোটি টাকা আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর

তিরুবনন্তপুরম, ১৮ অগাস্টঃ আকাশপথে কেরালার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি বন্যাদুর্গত কেরালাকে ৫০০ কোটি টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেন তিনি। এছাড়াও বন্যায় মৃতদের পরিবারপিছু দু’লক্ষ এবং গুরুতর আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানানো হয়েছে।

শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আকাশপথে বন্যা পরিস্থিতি পরিদর্শন করার সময় তাঁর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী পি বিজয়ন, রাজ্যপাল পি সতশিবম এবং একাধিক সরকারি আধিকারিক।

প্রসঙ্গত, কেরালায় বন্যা পরিস্থিতি বিধ্বংসী আকার নিয়েছে। ইতিমধ্যে বন্যা ও ধসে ৩২৪ জন মারা গিয়েছে। প্রায় ৪ লক্ষ লোক ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2PgZ4Gm

August 18, 2018 at 01:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top