রাজ্যসভায় পেশ হচ্ছে সংশোধিত তিন তালাক বিল

নয়াদিল্লি, ১০ অগাস্টঃ রাজ্যসভায় পেশ হচ্ছে তিন তালাক বিল। বৃহস্পতিবার তিন তালাক বিলের একটি সংশোধনীতে অনুমোদন দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। এদিন সেই সংশোধিত বিলটি রাজ্যসভায় পাশ হয়ে গেলে ফের তা লোকসভায় পাঠানো হবে অনুমোদনের জন্য।

জানা গিয়েছে, গতকাল মুসলিম উইমেন প্রোটেকশন অফ রাইটস অন ম্যারেজ বিল, ২০১৭-তে তিন রকমের সংশোধনী প্রস্তাব দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। ২৯ ডিসেম্বর লোকসভায় তাৎক্ষণিক তিন তালাক বিল পাশ হয়। বিলে তিন তালাককে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এমনকি মৌখিকভাবে, ই-মেলে, হোয়াটসঅ্যাপে বা এসএমএস-এর মাধ্যমে বিবিকে তিন তালাক দেওয়া ব্যক্তির তিন বছর কারাবাসের কথাও বলা রয়েছে বিলে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2M6rwwS

August 10, 2018 at 11:09AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top