ভদ্র লোকের খেলা ক্রিকেট একের পর বিতর্কে কলঙ্কিত। ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিং এবং বল টেম্পারিংরে পর ফের বিতর্ক ইচ্ছাকৃত নো বল নিয়ে। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ব্রিস্টলের একটি ক্লাব ম্যাচে লিগের খেলায় মিনহেড ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলা ছিল পার্নেল ক্রিকেট ক্লাবের। সেই ম্যাচের পার্নেল ক্রিকেট ক্লাবের রনি কিলসিং নামের এক বোলারের আচরণ নিয়ে রীতিমতো সমালোচনা হচ্ছে। বোলারটির এমন আচরণের জন্য মিনহেডের ব্যাটসম্যান জে ডারেল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে থেকে বঞ্চিত হয়েছেন। মাত্র ২ রানের জন্য শতরান করতে পারেননি মিনহেড ক্রিকেট ক্লাবের জে ডারেল। ৯৮ রানে অপরাজিত থাকেন তিনি। মিনহেডের জয়ের জন্য দরকার ছিল মাত্র ৫ রান। এরপরই ঘটে যায় ক্রিকেটের ইতিহাসে ন্যক্কারজনক ঘটনা। পার্নেল সিসির বোলার রনি কিলসিং ইচ্ছাকৃতভাবে নো বল করেন। যা সোজা বাউন্ডারির বাইরে চলে যায়। মিনহেড ম্যাচটি জিতে গেলেও জে ডারেলের শতরান করা আর হয়নি। খেলা শেষের পর বিপক্ষ দলের বোলারের এমন আচরণ মেনে নিতে পারেননি মিনহেডের ক্রিকেটাররা। তারা এর প্রতিবাদ জানান। আঙ্গাস মার্শ টুইটারে বলেছেন, আমার ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে খারাপ ঘটনা। ঘটনার কথা জানাজানি হতেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়। ইংল্যান্ডের টিভি ব্যক্তিত্ব পিয়ার্স মর্গ্যান এবং সাবেক ইংরেজ ক্রিকেটার রব কী। পিয়ার্স মর্গ্যান যেমন বলেছেন, এ রকম ঘটনাও ঘটল! বোলারটির লজ্জা হওয়া উচিত। রব কী তো বোলারটির উপর ক্ষেপে গিয়ে বলেই দিয়েছেন, বিষয়টি আতঙ্কজনক। যার শতরান হাতছাড়া হয়েছে সেই জে ডারেল টুইটারে লেখেন, ক্রিকেটের লজ্জা। অবশ্য আমাদের সমর্থন করার জন্য সবাইকে ধন্যবাদ। এরকম কাজ করার পর বোলারটির মধ্যে কোনও অনুতাপ দেখা যায়নি। তাকে হাসতে দেখা গেছে। যদিও পার্নেল ক্রিকেট ক্লাব গোটা ঘটনাটির জন্য দুঃখপ্রকাশ করেছে। তারা বলেছে, আমাদের এক ক্রিকেটার স্পিরিট নষ্ট করেছে। ক্লাবের নিয়মশৃঙ্খলা সে ভেঙেছে। আমরা বোলারটির নামপ্রকাশ করছি না। তবে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। মিনহেড ক্লাব আবার বলেছে, বিষয়টি দেখতে মোটেও ভালোল লাগেনি। তবে একটা দুরন্ত ইনিংস খেলেছে জে ডারেল। দারুণ জয় পেয়েছে দল। গোটা ঘটনার জন্য পার্নেল অধিনায়ক আমাদের ব্যাটসম্যানের কাছে ক্ষমা চেয়েছে। কিন্তু এই ধরনের ঘটনা খেলার মাঠে হওয়া উচিত নয়। সূত্র: যুগান্তর আর/১৭:১৪/০৮ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2nkIRmT
August 09, 2018 at 12:49AM
08 Aug 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top