ইমরান খানের শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়ে সমালোচনার মুখে সিধু

চন্ডীগড়, ১৯ অগাস্টঃ ইমরান খানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বিতর্কের মুখে পড়লেন সিধু। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল বাজওয়াকে আলিঙ্গন করায় কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধু সমালোচনার মুখে পড়লেন। পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং বলেন, ‘রোজ আমাদের জওয়ানরা শহিদ হচ্ছেন। ওদের সেনাপ্রধানের সঙ্গে আলিঙ্গনের আমি বিরোধী। এটা বোঝা উচিত প্রতিদিন মৃত্যু হচ্ছে আমাদের সৈনিকদের। কয়েক মাস আগে আমারই রেজিমেন্ট এক মেজর ও দুই জওয়ানকে হারিয়েছে। যিনি ট্রিগারটি চালিয়েছিলেন বা যাঁর নির্দেশে এই কাজ হয়েছে, তিনি পাক সেনাপ্রধান।’

পঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেছেন, এই ঘটনার সঙ্গে কংগ্রেসের কোনও সম্পর্ক নেই। সিধু পাক অধিকৃত কাশ্মীরের প্রেসিডেন্টকে চিনতে না-পেরেই তাঁর পাশে বসেছেন বলেও মত অমরিন্দরের।

দেশে ফিরে সিধুর সাফাই, ‘যদি আমার কাছে কেউ(পাকিস্তানি সেনাপ্রধান) এসে বলেন আমরা একই সংস্কৃতির মানুষ এবং গুরুনানক দেবের ৫৫০তম প্রকাশপর্ব উপলক্ষ্যে আমরা কার্তারপুর সীমানা খুলে দেব, তখন আমার কী করার থাকতে পারে?’
পাক অধিকৃত কাশ্মীরের প্রেসিডেন্টের পাশে বসা প্রসঙ্গে তিনি বলেন, ‘যদি আপনি কোথাও অতিথি হিসেবে অ্যাপায়িত হন, তাহলে আপনাকে যেখানে বসতে বলা হবে সেখানেই বসতে হবে। আমি অন্যত্র বসেছিলাম। কিন্তু, ওঁরা আমাকে ওখানে বসতে বলেন।’

 

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2PmFsRi

August 19, 2018 at 10:53PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top