থিম্পু, ১০ আগস্ট- থিম্পুতে সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশের মেয়েরা। গতকাল পাকিস্তানকে ১৪ গোলে উড়িয়ে দিয়েছে লাল সবুজরা। ১৪ গোলে মধ্যে স্ট্রাইকার শামসুন্নাহার একাই করেন চার গোল। দলকে দারুণ সূচনা এনে দেওয়া শামসুন্নাহার চান বাংলাদেশকে চ্যাম্পিয়ন বানাতে। ম্যাচ শেষে শামসুন্নাহার জুনিয়র বলেন, বড় ব্যবধানে এই ম্যাচ জিততে পেরে ও নিজে ৪ গোল করতে পেরে আমি খুবই খুশি।এই টুর্নামেন্টে আমি আমাদের দলকে চ্যাম্পিয়ন বানাতে চাই। যেমনটা হংকংয়ে অনুষ্ঠিত টুর্নামেন্টে করেছিলাম। শামসুন্নাহার নিজের ইচ্ছার কথা জানানোর পাশাপাশি বাংলাদেশ দলের কোচ গোলাম রাব্বানী ছোটনকেও ধন্যবাদ জানান। তিনি বলেন,আমি আমাদের কোচ গোলাম রাব্বানী ছোটন স্যার ও পল স্যারকে ধন্যবাদ দিতে চাই। গত ৭ মাস ধরে তারা আমাদের বিভিন্ন কৌশল শিখিয়েছেন। আমি তাদের নির্দেশনা মতোই খেলেছি তেমন ফলাফলও পেয়েছি। সাফ অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। এই টুর্নামেন্টে নবাগত পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামে বাংলাদেশের মেয়েরা। তথ্যসূত্র: ঢাকাটাইমস এইচ/১১:৩৮/১০ আগষ্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2AV90Cs
August 10, 2018 at 05:39PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন