ঢাকা, ০২ আগস্ট- বাস চাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় উত্তাল সারাদেশ। রাজপথে ছাত্র-ছাত্রীরা। বন্ধু-সহপাঠি হারানোর ব্যাথায় আক্রান্ত আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থন দিচ্ছেন সারাদেশের মানুষ। এদিকে আন্দোলনের শুরু থেকেই একাত্মতা ঘোষণা করলেও বুধবার বিকেল থেকে প্ল্যাকার্ড হাতে রাস্তায় নামতে শুরু করেছেন শোবিজ জগতের তারকারাও। অভিনয়শিল্পী থেকে শুরু করে নির্মাতাদের অনেককেও দেখা গেছে নিরাপদ সড়কের দাবিতে সোচ্চার হতে। শাহবাগের মোড়ে ও এফডিসির সামনে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছিলেন তৌসিফ মাহবুব, মম, নওশিন, জ্যোতিকা জ্যোতি, নওশাবাসহ আরো অনেকে। এবার শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ালেন ঢালিউড সুপারস্টার শাকিব খানও। এ কোমলমতি শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ঢাকাই ছবির শীর্ষস্থানীয় এ নায়ক। প্রয়োজন হলে তিনিও এই শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে যোগ দেবেন বলে জানিয়েছেন। সরকারকে তাদের দাবি মেনে নেয়ার জন্যও অনুরোধ করেছেন শাকিব। এ অভিনেতা বলেন, যে আন্দোলন আমাদের বড়দের করার কথা সেই আন্দোলন করছে শিশুরা। তাদের গায়ে পুলিশ হাত তুলছে। আমার অবাক লাগছে। আমি এর প্রতিবাদ জানাই। দুজন শিক্ষার্থী মারা গেছে, তাদের বন্ধুরা রাস্তায় নেমেছে বিচার চাইতে। আমার মনে হয় এই বিষয়টি আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী দেখছেন, তিনি এসবের সুরাহা করবেন। পাশাপাশি যারা এই বিষয়গুলো দেখাশোনা করেন, তারা বিষয়গুলোর দিকে নজর দেবেন। আর এমন শাস্তির ব্যবস্থা করবেন যেন এরপর এমন ঘটনা আর না ঘটে। শাকিব আরো বলেন, প্রশাসনের কাছে অনুরোধ করছি শিশুদের গায়ে হাত তুলবেন না। আপনাদের ঘরেও এমন শিশু রয়েছে। শিশুদের দাবি মেনে নিন। তাদের সুন্দর পরিবেশে স্কুলে যাওয়ার পরিবেশ তৈরি করে দিন। আমি এই আন্দোলনের সমর্থন করছি। প্রয়োজন হলে আমিও শিশুদের হয়ে রাস্তায় দাঁড়াব। বুধবার সামাজিক যোগাযোগের মাধ্যমে আন্দোলনকারীর ওপর দিয়ে ট্রাক চালিয়ে নেয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখে শাকিব খান বলেন, সবাইকে মাড়িয়ে পিকআপটি পালানোর চেষ্টা করছে। এটা কীভাবে সম্ভব? জলজ্যান্ত মানুষের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিচ্ছে, এটাও কী সম্ভব? আমি আসলে কথা বলার ভাষা খুঁজে পাচ্ছি না। সূত্র: গো নিউজ২৪ আর/০৭:১৪/০২ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2OyRMgG
August 02, 2018 at 03:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top