রায়গঞ্জ, ৭ আগস্টঃ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এক স্কুল ছাত্রী। মঙ্গলবার বেলা ১২টা নাগাদ রায়গঞ্জ শহরের বীরনগর এলাকার শ্মশান কলোনির ঘটনা। পরিবার সূত্রে খবর, সকালে স্কুলে যাওয়ার আগে আজ বোনের সঙ্গে নতুন খাতা নিয়ে ঝগড়া মনোমালিন্য হয়েছিল ওই ছাত্রীর। এরপর বোন স্কুলে গেলেও বাবা-মায়ের বকুনিতে অভিমানে স্কুলে যায়নি ওই ছাত্রী। বাবা ভ্যান চালক। মা পরিচারিকার কাজ করে। বাবা-মা কর্মসূত্রে বাড়ির বাইরে চলে গেলে বাড়ি ফাঁকাই ছিল। বাড়িতে কেউ না থাকার সুযোগে গলায় ওড়নার ফাঁস লাগায় সে।
দুপুরে কাজ সেরে মা সন্ধ্যা দাস বাড়ি এসে খোঁজ করে মেয়ের। অনেক ডাকাডাকির পর মেয়ের কোনো সাড়াশব্দ না মেলায় জানালার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখে, মেয়ে সিলিং থেকে ঝুলছে। তার চিৎকারে ছুটে আসে পাড়া-পড়শীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়। পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রীর নাম দিপালী দাস(১৪)। রায়গঞ্জ শহরের মর্নিং গার্লস স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী। বোন দীপ্তি দাস ওই স্কুলেরই ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।
সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2M870e9
August 07, 2018 at 04:59PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন