কলকাতা, ৯ অগাস্টঃ এটিএম প্রতারণার জাল ছড়িয়েছিল মধ্যপ্রদেশেও। বৃহস্পতিবার ইন্দোর থেকে আটক করা হল আরও এক রোমানিয়ান নাগরিককে। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) প্রবীণ ত্রিপাঠী জানিয়েছেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। প্রতারণার প্ল্যানের মাঝেই ধৃত দুই রোমানিয়ান নাগরিক দিমিত্রু ক্যালিন এবং ওপরিয়া ওভিদিউ সিমিয়ন ১১ জুলাই নেপালে গিয়েছিল। যদিও তাদের দাবি, বেড়ানোর জন্যই তাদের নেপাল যাত্রা। তবে পুলিশ তাদের এই বক্তব্য মানতে চাইছে না। পুলিশের অনুমান, এই প্রতারণা চক্রে নেপালের কোনও যোগ আছে। নেপালের যোগসূত্র পাওয়ার পরেই সেদিকে নজর রাখছিলেন গোয়েন্দারা। গতকাল জারি করা হয় লুকআউট নোটিশ। পুলিশ সূত্রে খবর, ক্যালিনদের জেরা করেই পাওয়া গেছিল এড্রিয়েনের নাম। ইন্দোর থেকে আজ তাকে আটক করেছে পুলিশ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2vPJkRP
August 09, 2018 at 05:39PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন