পেপ গার্দিওলাকে কোচ বানানো কঠিন। তাঁর বেতন যে আকাশচুম্বী। এমনটাই মন্তব্য করেছিলেন আর্জেন্টিনা ফুটবল সংস্থার প্রধান ক্লদিও তাপিয়া। সেই বক্তব্যের জবাব দিলেন গার্দিওলা। বললেন আর্জেন্টিনার কোচ হওয়া-না হওয়া নিয়েও ক্লাবের হয়ে আর কিছুই জেতার বাকি নেই পেপ গার্দিওলার। এমনকি বিশ্বের সেরা তিন লিগের শিরোপাও জেতা শেষ। গার্দিওলার কি কখনো ইচ্ছে করে না জাতীয় দলের কিছু জেতার? হলে দারুণ সুযোগ। সুযোগ লিওনেল মেসির কোচ হয়ে ফেরার। আর্জেন্টিনার সমর্থক-সংবাদমাধ্যমের বড় অংশ যে কোচ হিসেবে তাঁকে চায়! যদিও আর্জেন্টিনা ফুটবল সংস্থার (এএফএ) প্রধান ক্লদিও তাপিয়া এই সম্ভাবনা বাতিল করে দিয়েছেন কদিন আগে। বলেছেন, গার্দিওলাকে কোচ বানাতে মোটা মানিব্যাগ লাগে, যেটি আর্জেন্টিনার নেই। এই কথা শুনে আবার খেপেছেন গার্দিওলা। তিনি বলেছেন, বড় অঙ্কের টাকা হলেই গার্দিওলা কোচ হয়, এ কথা তাপিয়াকে কে বলল! গতকাল ম্যানচেস্টার সিটির সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ হওয়ার প্রসঙ্গটি উঠল। উঠে এল তাপিয়ার মন্তব্যও। তাপিয়ার কথায় গার্দিওলা যে বিরক্ত, সেটিও বোঝা গেল স্পষ্ট, আমি অবশ্যই কিছুটা হলেও হতাশ। এএফএ সভাপতি বলতে পারেন না, আমরা পেপের সঙ্গে কথা বলতে পারব না, কারণ ওঁর বেতন অনেক বেশি। এ কথা বলতে আগে তো তাঁকে আমার বেতন জানতে হবে। দ্বিতীয়ত, ওনাকে জানতে হবে, আমি জানি কখন জাতীয় দলের দায়িত্ব নিতে হবে। ক্লাব সামলানো আর জাতীয় দল সামলানো একেবারেই ভিন্ন ব্যাপার। তৃতীয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো কেউ আমাকে জাতীয় দলের কোচ হওয়ার কোনো প্রস্তাবই দেয়নি। তাপিয়া এর আগে গার্দিওলাকে আর্জেন্টিনার কোচ বানানোর ব্যাপারে মন্তব্য করেছিলেন, গার্দিওলাকে কোচ করাতে হলে কী করতে হবে, এটা নিয়ে আমরা চেষ্টা করে দেখেছি। এটা খুব কঠিন। খুবই কঠিন। কারণ, আপনার মোটা মানিব্যাগ থাকতে হবে। ওনার যা বেতন, তাতে এটা অসম্ভব। এবার জবাবেই গার্দিওলা মুখ খুলেছেন। বলেছেন, অবশ্যই এখানে (সিটিতে) আমার চুক্তি আছে। চুক্তির মেয়াদ আমি পূর্ণ করতে চাই। তবে উনি যে কারণ বলেছেন (বেতন), সেটি অবশ্যই সঠিক নয়। তবে কি বেতন কম হলেও আর্জেন্টিনা দলের দায়িত্ব নেবেন গার্দিওলা? এখানেও একটি ব্যাখ্যা আছে তাঁর, আরেকটা বড় ব্যাপার হলো, আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হতে হলে আপনাকে আর্জেন্টিনার কেউ হতে হবে। আর্জেন্টিনার অনেক কোচও আছেন, যাঁরা সত্যিই কোচ হিসেবে দারুণ। আমার তাই আর্জেন্টিনার কোচ হওয়ার সম্ভাবনা নেই। ভবিষ্যতে কী হবে, তা তো আর কেউ বলতে পারে না। তবে দয়া করে এটা বলবেন না, পেপের বেতন অনেক বেশি, ওকে আমরা নিতে পারব না। কারণ, তা বলার আগে অবশ্যই আমার সঙ্গে কথা বলে সব জেনে নিতে হবে। তাহলে আর ভুল হবে না। গার্দিওলা বেতনে এই মুহূর্তে বিশ্বের সেরা ৫ কোচের একজন। তবে তাঁর চেয়ে হোসে মরিনহো প্রায় দ্বিগুণ আয় করে থাকেন। গার্দিওলার বেতন বছরে ১ কোটি ৪৫ লাখ ইউরো। যেখানে মরিনহোর বেতন বছরে ২ কোটি ৮০ লাখ। চেলসিকে ২-০ গোলে হারিয়ে কমিউনিটি শিল্ড জয় দিয়ে মৌসুম শুরু করা ম্যানচেস্টার সিটি আগামীকাল আর্সেনালের বিপক্ষে খেলে শুরু করবে লিগ শিরোপা ধরে রাখার মিশন। সূত্র: প্রথম আলো আর/১৭:১৪/১১ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2nuQg33
August 12, 2018 at 01:58AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন