কলকাতা, ৩১ অগাস্টঃ মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিক। সেখানেও প্রশ্নপত্র নিয়ে দুর্নীতি রুখতে টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র স্কুলগুলিকেই করার দায়িত্ব দিল রাজ্যের শিক্ষা দপ্তর। গতকালই মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে ওই কথা জানানো হয়েছিল। এদিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিলেন, উচ্চমাধ্যমিকের টেস্টের প্রশ্নও করবে স্কুলগুলি। তিনি বলেন, ‘প্রশ্নপত্র নিয়ে বিভ্রান্তি এড়াতেই ওই সিদ্ধান্ত নিচ্ছে শিক্ষা দপ্তর। যত শীঘ্র সম্ভব সংসদের পক্ষ থেকে ওই মর্মে বিজ্ঞপ্তিও জারি করা হবে।’ এদিন তিনি এক প্রশ্নের উত্তরে জানান, শিক্ষক সংগঠনের কাজ হল শিক্ষা বিষয়ক কাজকর্মে লিপ্ত থাকা। ব্যবসা করা নয়। তাই প্রশ্নপত্র তৈরির দায়িত্ব স্কুলগুলিকেই দিতে চায় শিক্ষা দপ্তর।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2C5ITcq
August 31, 2018 at 11:29PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন