জার্মানিতে মিলল দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা

বার্লিন, ২৭ অগাস্টঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমকালীন তাজা বোমা মিলল জার্মানির লুডভিগশাফেন শহরে। তবে বোমাটি সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে বলে জার্মানির বোমা নিষ্ক্রিয়কারী দল জানিয়েছে।

জানা গিয়েছে, গত সপ্তাহের মাঝামাঝি নির্মাণকাজ চলার সময় মাটির নীচে থেকে বোমাটির হদিস মেলে। বহু পুরোনো, একটি কাঠের ফ্রেমের সঙ্গে শক্ত করে বোমাটি বাঁধা ছিল। খবর পেয়েই বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছোয়। অন্যদিকে, ঝুঁকি এড়াতে আশপাশের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয় লুডভিগশাফেন কর্তৃপক্ষ। যদিও কোনো দুর্ঘটনা ঘটেনি। সফলভাবে বোমাটি নিষ্ক্রিয় করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এতগুলি বছর কেটে গেলেও এখনও তখনকার তাজা বোমা জার্মানির বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে বলে লুডভিগশাফেন কর্তৃপক্ষ জানিয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Lwt6Tl

August 27, 2018 at 08:02PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top