তিরুবনন্তপুরম, ২০ অগাস্টঃ কেরালার বন্যা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জাতীয় বিপর্যয় মোকাবিলা কমিটি (এনসিএমসি)-কে জানাল কেরালা সরকার। যদিও সোমবার থেকে ফের উপকূলবর্তী এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।
এনসিএমসি-র পর্যালোচনা বৈঠকে এই তথ্য দেওয়া হয়। জানা গিয়েছে, ১৬ অগাস্ট থেকে পরপর চারদিন বৈঠক হল। বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রকের সচিব, স্বাস্থ্য মন্ত্রকের সচিব, অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের আধিকারিকরা, খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের আধিকারিকরা, বিদ্যুৎ মন্ত্রণালয়, রেলবোর্ডের চেয়ারম্যান, সেনা, নৌবাহিনী, উপকূলরক্ষী বাহিনীর পদস্থ আধিকারিকরা, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ও জাতীয় বিপর্যয় মোকাবিলা সংস্থা (এনডিএমএ)।বন্যায় আটকে পড়া লোকজনকে উদ্ধার করতে এবং ত্রাণ পরিসেবা পৌঁছে দিতেই এই বৈঠক বলে জানা গিয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2BrVYfX
August 20, 2018 at 11:21AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন