ঢাকা, ১৮ অগাস্টঃ গুজব ছড়ানোর অভিযোগে ইতিমধ্যে গ্রেফতার একশোরও বেশি পড়ুয়া। পুলিশের অভিযোগ, একাধিক বিশ্ববিদ্যালয় থেকে ধৃত ওই পড়ুয়ারা হিংসা ছড়ানোর চেষ্টা করছিল।
২৯ জুলাই ঢাকায় বেপরোয়া বাসের বলি হয় দুই পড়ুয়া। এরপরই নিরাপত্তার দাবিতে রাজপথে নামে হাজার হাজার পড়ুয়া। ছাত্র আন্দোলন ক্রমশ রাজনৈতিক প্রতিবাদের রূপ নেয়। হাসিনা সরকারের বিরুদ্ধে সরব হন বুদ্ধিজীবীদের একাংশ। এমনকি আন্দোলন চলাকালীন একাধিক ছাত্রীকে ধর্ষণ ও খুন করা হয় বলেও খবর রটে সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনার প্রেক্ষিতে হাসিনা জানিয়েছেন, ‘রাজনৈতিক উদ্দেশ্য পূরণে পড়ুয়াদের ব্যবহার করা হচ্ছে। ষড়যন্ত্রকারীরা দেশের উন্নয়ন সহ্য করতে পারছে না বলে অশান্তি ছড়াতে ছাত্রদের ব্যবহার করছে তারা।’ যদিও বিরোধীদের পালটা অভিযোগ, ছাত্র আন্দোলন দমনের জন্য রাষ্ট্রশক্তির অপব্যবহার করছে সরকার। ঘটনার তদন্ত চলছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2MpGVsl
August 18, 2018 at 03:01PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন