শ্রীনগর ও নয়াদিল্লি, ৩ অগাস্টঃ ডাল লেকের আয়তন কমে যাওয়া নিয়ে উদ্বিগ্ন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল এনএন ভোরা। সম্প্রতি এক সরকারি সমীক্ষায় দেখা গিয়েছে, ডাল লেকের আয়তন কমে অর্ধেক হয়ে গিয়েছে। হ্রদের জল ধারণ ক্ষমতা কমে ৪০ শতাংশে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি চলতে থাকলে শ্রীনগরের অন্যতম দর্শনীয় স্থানটি অচিরেই লুপ্ত হবে।
শুক্রবার রাজভবনের একজন মুখপাত্র জানিয়েছেন, ডাল লেকের অবস্থা খতিয়ে দেখতে রাজ্যপালের ব্যক্তিগত পরামর্শদাতা বিবি ব্যাসকে নির্দেশ দিয়েছেন ভোরা। ব্যাস ড্রিগিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার (ডিসিআই) সিএমডি রাজেশ ত্রিপাঠীর সঙ্গে আলোচনা করছেন। কিছুদিনের মধ্যেই ডাল লেকের সংস্কার শুরু হবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2LQHIlI
August 03, 2018 at 11:17PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন