জার্কাতা, ২৪ আগস্ট- মাবিয়া আক্তার সিমান্তের প্রস্তুতিতে ঘাটতি ছিল। ছিলেন আস্থাহীনতায়ও। দেশের অন্যতম সেরা নারী ভারোত্তোলক এশিয়ান গেমসে যাওয়ার আগে তাই শুধু নিজের ক্যারিয়ারসেরা পারফরম্যান্স করার প্রত্যাশার কথাই শুনিয়েছিলেন। কিন্তু এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতায় প্রথমবার অংশ নিয়ে নিজের সেরা পারফরম্যান্স করতে পারলেন না গত সাউথ এশিয়ান (এসএ) গেমসে স্বর্ণজয়ী এ ভারোত্তোলক। জাকার্তা-পালেমবাং এশিয়ান গেমসে বাংলাদেশের একমাত্র ভারোত্তোলক ছিলেন মাবিয়া। অংশ নিয়েছিলেন ৬৩ কেজি ওজন শ্রেনীতে। শুক্রবার ১৭৮ কেজি ওজন তুলে ৬ প্রতিযোগির মধ্যে ষষ্ঠ হয়েছেন তিনি। গত কমনওয়েলথ গেমসে মাবিয়া তুলেছিলেন ১৮০ কেজি। যা ছিল তার ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স। এবার আরো বড় আসরে ২ কেজি কম ওজন তুলতে পেরেছেন মাবিয়া। কমনওয়েলথ গেমসে মাবিয়া স্ন্যাচে তুলেছিলেন ৭৮ কেজি, ক্লিন অ্যান্ড জার্কে ১০২ কেজি। এশিয়ান গেমসে তিনি স্ন্যাচে তুলেছেন ৭৭ কেজি আর ক্লিন অ্যান্ড জার্কে ১০১ কেজি। সূত্র: জাগোনিউজ২৪ আর/১০:১৪/২৪ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Mv9t3F
August 25, 2018 at 05:37AM
24 Aug 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top